sliderস্থানীয়

বাঘাইছড়িতে দূর্বল ইন্টারনেট গতির ফলে ব্যাহত হচ্ছে অনলাইন শিক্ষা কার্যক্রম

বাঘাইছড়ি প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণের কারনে মানুষকে নিরাপদে রাখতে সামাজিক দুরত্ব বজায় রাখতে ঘরে থাকতে বলা হচ্ছে।জনসমাগম কমাতে সীমিত আকারে চলছে সকল কার্যক্রম। বন্ধ রয়েছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাহত হচ্ছে কোমলপ্রাণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। সরকার এই ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প ব্যাবস্থা হিসাবে চালু করেছে টিভিতে ক্লাস পরিচালনা ও অনলাইনে শিক্ষা দান কার্যক্রম। সরকারের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন নিজ উদ্দোগে ফেইজবুক ও ইউটিউব ব্যাবহার করে শিক্ষার্থীদের শিক্ষা দান কার্যক্রম পরিচালনা করছে যা শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে স্বস্থি এনে দিয়েছে।
মোবাইল কিংবা ওয়াইফাই ইন্টারনেট ব্যাবহার করে শিক্ষার্থীরা ঘরে বসে নিজ নিজ পাঠ্য বিষয় বিশেষজ্ঞ শিক্ষকদের ক্লাসে অংশ নিতে পারছে।তবে এরজন্য প্রয়োজন পরিমিত গতির ইন্টারনেট সুবিধা।
বাংলাদেশের অন্যসব দুর্গম এলাকা গুলোর মধ্যে বাঘাইছড়ি একটি।তারপরও এখানে আছে ইন্টারনেট ব্যাবহার করার সুবিধা। মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাই ব্যাবহার করে এখানকার শিক্ষার্থীরাও অনলাইন ক্লাসে অংশ নিয়ে পারার পথা থাকলে এখানে আছে প্রতিবন্ধকতা। সরকারি অফিসে ওয়াইফাই ব্যাবহার করার সুবিধা থাকলে তা সাধারন মানুষের হাতের নাগালের বাইরে।আর মোবাইল নেটওয়ার্ক কোম্পানির ধীরগতির ইন্টারনেট দিয়ে অনলাইন ক্লাসে অংশ নেওয়া সম্ভব হচ্ছেনা।অথচ, দেশের অন্যসব এলাকার মতো এখানেও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ফোর-জী সেবা প্রদানের কথা বলে টাকা নিলেও বাস্তবিক অর্থে মিলছেনা টু-জী গতির ইন্টারনেট সুবিধা। যা এই উপজেলার শিক্ষার্থীদের শিক্ষা দান কার্যক্রমকে ব্যাহত করছে। কোম্পানীগুলোর কাস্টমার কেয়ারে ফোন দিয়েও মিলছেনা কোনো সুবিধা।এমন অবস্থায় পিছিয়ে থাকা পাহাড়ের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে পরিমিত গতির ইন্টারনেট সুবিধা ব্যাবস্থা করতে শিক্ষার্থী ও অবিভাবকদের পক্ষ থেকে জোড় দাবি জানানো হচ্ছে। কাচালং সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক লালন চাকমা বিষয়টি নিয়ে খুবই হতাশা প্রকাশ করেন এবং তার ব্যাক্তগত ফেইসবুক আইডিতে ইন্টারনেট সেবার দীরগতির সমস্যা তুলে একটি পোষ্ট করেন যাহা হুবহু তুলে ধরা হলো- মানুষের মৌলিক পাচটি উপাদান জেনেছি ছোটকাল থেকেই। অন্ন,বস্ত্র,শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান। এই পাঁচ ধরনের মৌলিক অধিকারের জন্য ভাইটাল উপাদান হলো তথ্য। বর্তমান বিশ্ব তথ্য ছাড়া অচল।তথ্য সেবা না থাকা মানেই সভ্যতা থেকে ছিটকে পড়া।একেতো বৈশ্বিক করোনা প্রভাবে জনজীবন বিপর্যস্ত তার উপর সেবা ধর্মী প্রতিষ্ঠান মোবাইল কোম্পানিগুলোর নিম্নমানের তথ্য সেবা মরার উপর খাড়ার গা। শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস চলছে,চলছে পরিক্ষা,অনলাইনে সভা,সেমিনার, কেনাকাটা আজকাল কি না হচ্ছে। গিভ এন্ড টেক পলিসি। প্রি পেইড দিয়ে প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে মোবাইল কোম্পানিগুলোকে আরও একটু মানবিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই।

Related Articles

Leave a Reply

Back to top button