বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় বাঘাইছড়ি বিএনপি কার্যালয় সম্মুখ হতে লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন বাহারী। চৌমুহনী ও উপজেলার ব্যবসায়ী-ক্রেতা ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে সুন্দর বাংলাদেশ বিনির্মানের আশ্বাস প্রদান করেন নেতাকর্মীরা।
লিফলেট বিতরন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন রশিদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা, শ্রমিক নেতা আব্দুস সামাদ, গোলাম মোস্তফা, তাতীদল নেতা লন্তন চাকমা, ছাত্রনেতা জালাল সহ অর্ধ শতাধিক নেতাকর্মী।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় সেলিম উদ্দিন বাহারী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বাংলাদেশকে কিভাবে সাজাবেন তারই ৩১ দফা জনগনের মাঝে তুলে ধরছি। বাঘাইছড়িতে বিএনপির পরিবারের সদস্যদের নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, গত ২০২৪ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উত্থাপন করেন এবং বর্তমানে দেশ ব্যাপী জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই ৩১ দফা জনগনের মাঝে তুলে ধরার কার্যক্রম করছে বিএনপি।