sliderস্থানীয়

বাঘাইছড়িতে জেএসএস সংষ্কার কর্মীর রহস্যজনক মৃত্যু

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে মিন্টু চাকমা (জয়- ৪০) নামে জেএসএস সংস্কার দলের এক সক্রিয় সদস্যের রহস্যজনক মৃত্য হয়েছে। ৪ আগষ্ট মধ্যরাতে উপজেলার জীবতলী এলাকায় বাথরুম শেষে রেড় হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মারাত্বক অসুস্থ্য হয়ে পড়ে তাকে উদ্ধার করে সকালে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামের অলক কুমার চাকমার ছেলে। সে দীর্ঘদিন থেকে পাহাড়ের আঞ্চলিক দল জেএসএস সংস্কার দলের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে স্থানীয়রা। সে সাংগঠনিক কাজে জীবলতী এলাকায় অবস্থান করছিলো বলে জানায় বাঘাইছড়ি জেএসএস সংস্কার দলের একাধিক নেতা। মিন্টু চাকমা ও জেএসএস সংস্কার নেতাদের দাবী সে দীর্ঘদিন থেকে হার্ট ও হাইপারটেনসন এবং ডাইবেটিকে ভুগছিলেন, সে স্ট্রোক জনিত কারণে মারা গেছেন বলে দাবী করেন। বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর বিষয়টি নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button