sliderস্থানীয়

বাঘাইছড়িতে জনসংহতি সমিতির সম্মেলনে : সভাপতি জ্ঞানজীব চাকমা,সাধারণ সম্পাদক জসি চাকমা

বাঘাইছড়ি প্রতিনিধিঃ “জুম্ম জাতীয় অস্তিত্ব ও জন্ম ভূমি অস্তিত্ব সংরক্ষণে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত পূর্ণ বাস্তবায়ন সহ আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গণ সংগঠন গড়ে তুলুন” এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে জনসংহতি সমিতি জেএসএস(এমএন লারমা) সংগঠনের ৭ম থানা শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুন শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার জীবঙ্গছড়া কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাঘাইছড়ি উপজেলা জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক রুবেল চাকমার সঞ্চালনায় জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ চাকমা ও জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা সভাপতি বিমলেশ্বর চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকালে সম্মেলনের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তলন শেষে আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীদের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরন করা হয়। এসময় সংগঠনের সূচনালগ্ন থেকে বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন করতে গিয়ে নিহত নেতাকর্মীদের স্বরণে শোক বার্তা পাঠ করে সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় । এরপর বক্তারা সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা সহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দলীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে কাউন্সিলে উক্ত প্যানেলের উপর কারোর আপত্তি না থাকায় সকলের সম্মতিক্রমে ৭তম বাঘাইছড়ি থানা সম্মেলন ও কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হন জ্ঞানজীব চাকমা, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জসি চাকমা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন জ্ঞানসিন্ধু চাকমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button