sliderস্থানীয়

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের ১৫ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরিব অসহায় ও দুঃস্থ পাহাড়ি বাঙালী পরিবারের জীবনমান উন্নয়ন এবং কলেজ,বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী গরিব অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানবিক সহায়তার অংশ হিসেবে ৪ শত পরিবারের মাঝে ১৪ লক্ষ টাকা এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার ৯ মার্চ বেলা ১২ ঘটিকার সময় উপজেলা ক্রিড়া সংস্থার মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে মানবিক সহায়তার এককালীন নগদ তিন হাজার পাঁচশত টাকা বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা উপস্থিত থেকে মোট চারশত পরিবারকে এসব অর্থ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, গরিব অসহায় ও দুঃস্থ পরিবারের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রথম পর্যায়ের ১৬০ জন পরিবার কে ৫ লক্ষ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাকি টাকা দ্বিতীয় ধাপে বিতরন করা হবে। এছাড়াও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার দরিদ্র ৫ জন মাছচাষীর মাঝে প্রতিজন ২০ হাজার টাকা সমমূল্যের ৬ টি করে ১ লক্ষ টাকার ৩০টি ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button