বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে রিয়াদ হোসেন (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। রিয়াদ সদর ইউনিয়নের কাঁকফো গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং জিগরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সকাল সাড়ে সাতটার দিকে সে বাড়ি থেকে বের হয়েছিল। পরে আটটার দিকে বাগাতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমানের পুকুরের পানিতে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে দ্রুত তাকে তুলে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত রিয়াদের চাচাতো ভাই আরো জানান, রিয়াদ অনেক আগের থেকেই মৃগি রোগে আক্রান্ত ছিল।রিয়াদ মৃগী রোগী ছিল।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে লাশটি নাটোর সদর হাসপাতালে থাকায় সদর থানা পরবর্তী পদক্ষেপ নিবেন।