sliderস্থানীয়

বাগমারায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীসহ মটরসাইকেল চালকের জরিমানা

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দুই ব্যবসায়ী সহ ৮ মটর সাইকেল চালকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিণœ স্থানে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে দেউলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন আনিসার রহমানের রড় সিমেন্টের দোকানে ৫ হাজার এবং একই স্থানের মুশিবুর রহমান ভুট্টুর হোটেলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ২০১৪ সালের বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইনে ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে ভবানীগঞ্জ গোডাউন মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান। অভিযানে মটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্রাদী না থাকায় সড়ক পরিবহণ আইনে ৮ মটর সাইকেল চালকের নিকট থেকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান বলেন, সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে প্রয়োজনীয় কাগজপত্রাদী না থাকায় ওই ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মূলত ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে কাগজপত্র না থাকায় মটর সাইকেল চালকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button