sliderস্থানীয়

বাগমারায় আ’লীগের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকাল ৮ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমীত রাখা হয়। এ সময় দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীবরতা পালন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য কাউন্সিলর হাচেন আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান নাহিদ প্রমুখ।এ সময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button