slider

বাগমারার হাটগাঙ্গোপাড়া বালিকা বিদ্যালয়ে বিদায় বরণ ও কৃতী সংবর্ধনা

আলমগীর হোসেন, বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় বরণ ও কৃতী সংবর্ধনা ২০২৩ ইং এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ এবং -২০২২ইং এস এস সি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ এবং এস,এস,সি শিক্ষার্থীদের বিদায় এবং -২০২২ ইং এস এস সি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের ফুল, কলম উপহার হিসেবে দেয়া হয়। আয়োজিত বরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন। এসময় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, তোমরা যারা ষষ্ঠ শ্রেনীর ভর্তিকৃত শিক্ষার্থী আছ তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিলাম। তোমারা আগামী দিনের ভবিষ্যৎ। আর যারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছ তোমাদের প্রতি রইল দোয়া। তোমারা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভালো যায়গায় যেন প্রতিষ্ঠিত হতে পার। ভালো জায়গায় প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠানের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে বলে আমি আশা করি। উক্ত বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও অএ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডঃ ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আঃ হাকিম প্রাং শেরকোল সিমলা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জগন্নাথ চৌধুরী। উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ মজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারি প্রধান শিক্ষক ফজলুল হক। সহ-শিক্ষক আব্দুল গফুর, আজহারুল ইসলাম গৌরাঙ্গ চন্দ্র, বিলকিস আরা খাতুন, সুলতানা পারভীন, আকতারুন্নাহার, জোসনা বান মিতালী রানী সরকারসহ অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button