মো. দুলাল হোসেন (বাউফল): শিক্ষিত জনপদ পটুয়াখালীর বাউফলে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষায় দুইটি মাদ্রাসার কোন শিক্ষার্থী কৃতকার্য হয়নি। ওই মাদ্রাসা দুটি হল উপজেলার উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসা ও পশ্চিম কালিশুরী বালিকা দাখিল মাদ্রাসা। ওই মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় কেউ পাশ করেনি বলে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ হতাশা বিরাজ করছে। এছাড়া কারখানা সিনিয়র আলিম মাদ্রাসা থেকে মাত্র ১ জন দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়েছে । এ নিয়ে উপজেলায় চরম হতাশা বিরাজ করছে।
এদিকে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। পরীক্ষায় অসুদপায় অবলম্বন করতে না পারায় জিপিএ ৫ ও পাশের হার কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, যেসব
প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।