বাউফলে রেমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

মো. দুলাল হোসেন(বাউফল): ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ কর্মসূচির আওতায় পটুয়াখালীর বাউফল উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস আয়োজিত আজ বুধবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে এ কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খান। বাউফল উপজেলার নির্বাহি অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠঅনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মরিয়ম বেগম, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন প্রমূখ। এ সময় প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্থ ২৬০ জন কৃষকদের মধ্যে প্রতিজনকে ২০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি করে আমন ধানের বীজ বিতরণ করা হয়। রেমালে
ক্ষতিগ্রস্থ উপজেলায় মোট ৫ হাজার ৯শ কৃষক এই প্রণোদনার আওতাভুক্ত বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।