sliderস্থানীয়

বাউফলে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

মো. দুলাল হোসেন, বাউফল প্রতিনিধি: আগামী ১২ অক্টোবর হইতে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের অভয়াশ্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষে পটুয়াখালীর বাউফলে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলেদের সাথে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭অক্টোবর) দুপুরে উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মো. ইয়াসিন আলী, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম তালুকদার, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা জেলেদের সাথে মা ইলিশ প্রজনন মৌসুম এবং দেশের সম্পদ ইলিশ রক্ষায় জাতি’র দায়িত্ব সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।

এ সভায় শতাধিক জেলে, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ও সুধীজন।

Related Articles

Leave a Reply

Back to top button