sliderস্থানীয়

বাউফলে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. দুলাল হোসেন, বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে পৃথক,পৃথক ভাবে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু.মুনির হোসেন ও উপজেলা বিএনপি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে এক আনন্দর‌্যালী বের হয় । র‌্যালীটি বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে দিবসটি উপলক্ষে এক আনন্দর‌্যালী বের হয়ে পৌরশহরের পাবলিক মাঠ সংলগ্ন রিক্সা ষ্ট্যান্ডে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু.মুনির হোসেন.উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক স্যামুয়েল আহমেদ লেলিন, পৌর বিএনপি সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।
অপরদিকে বেলা ১১ টার দিকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদার ও পৌর
বিএনপি’র সভাপতি হুমায়ন কবিরের নেতৃত্বে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার বাসভবন বিএনপি’র অস্থায়ী কার্যালয় থেকে একটি আনন্দর‌্যালী বের হয়। র‌্যালীটি পৌরশহরের গোলাবাড়ী মোড় প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর দিবসটি উপলক্ষে হুমায়ন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বক্তব্য রাখেন,সাবেক এমপি মো.শহিদুল আলম তালুকদার,উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মো.তছলিম তালুকদার,নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মো.জসিম উদ্দিন,প্রমূখ।

Related Articles

Leave a Reply

Back to top button