sliderস্থানীয়

বাউফলে নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের প্রমত্তা তেঁতুলিয়া নদীর তীর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছেন কালাইয়া নৌ-ফাঁড়ির একদল পুলিশের দল। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল ৯ নং ওয়ার্ড খানকা বাজারের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা দুপুর ১২ টার দিকে নদীতে লাশ ভাসতে দেখে কালাইয়া নৌ-ফাঁড়ির পুলিশকে অবহিত করলে তারা(পুলিশ) বিকাল সাড়ে৪ টার সময় লাশ উদ্ধার করেন। স্থানীয়রা কেউ ওই বৃদ্ধার লাশ সনাক্ত করতে পারে নি। ওই নারীর পরনে কালো বোখরা ছিল।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়ের বলেন, সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button