বাউফলে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো. দুলাল হোসেন (বাউফল): পটুয়াখালীর বাউফলে তামাক নিয়ন্ত্রণ এই কার্যক্রম গতিশীল করার লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদের সভাকক্ষে গ্রাম বাংলা উন্নয়ন কমিটির সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএস উক্ত কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বাউফল থানার এসআই নাসির উদ্দিন, বাউফল পৌরসভার প্যানেল মেয়র ফরহাদ হোসেন, কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা ও আরডিএস পরিচালক একেএম খালেক এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় টাস্কফোর্স কমিটির মাধ্যমে বাউফলের গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ গজের মধ্যে তামাকের ব্যবহার বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।