sliderস্থানীয়

বাউফলে চলছে প্রার্থীদের গনসংযোগ

মো.দুলাল হোসেন,বাউফল : বিপুল উচ্ছাস, উদ্দীপনা ও টানটান উত্তেজনা নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইছে বাউফলের জনপদে। চায়ের দোকানে আড্ডায় মেতে উঠেছে পছন্দের প্রার্থীদের ভোটারগন। চলছে প্রচারনা। বিভিন্ন নির্বাচনী গানের সুরের মূর্ছনায় সাড়া জাগতেছে ভোটারদের মনে। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে গনসংযোগ করছেন প্রার্থীরা। ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। পোস্টার টানানোর পাশাপাশি চলছে প্রচার-প্রচারণা। ইতিমধ্যে দুই চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনি আচারণবিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে।

বাউফলে উপজেলা চেযারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ইউনিয়ন আ. লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন খান (আনারস),ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান (উড়োজাহাজ),সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আ,লীগের সভানেত্রী মরিয়ম বেগম নিশু (হাঁস)।

জেলা আ.লীগের যুগ্ম সম্পদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের মনোনীত এবং আ.লীগের একাংশের প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে সাবেক উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার (ঘোড়া), উপজেলা চেয়ারম্যান পদে আরোও লড়ছেন, বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার (অবসারপ্রাপ্ত) খ ম মশিউর রহমান লাভলু বিশ্বাস (কাপ-পিরিচ) ও অধ্যাপক সজল কুমার হালদার (দোয়াত-কলম)।

ভাইস চেয়ারম্যান সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (একাংশের) মাহামুদ রাহাত জামশেদ (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান ত্র্যাড.ঝর্না বেগম (প্রজাপতি)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button