sliderস্থানীয়

বাউফলে আইসক্রিম খাওয়ার অপরাধে ৩ শিশুকে অমানবিক নির্যাতন

মো.দুলাল হোসেন,বাউফল : পটুয়াখালীর বাউফলে আইসক্রিম খাওয়ার অপরাধে ৩শিশুকে শিকল দিয়ে বেধেঁ নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ২৫ মার্চ রোজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মৃধার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিশুদের স্বজনেরা রাত দশটার দিকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে আব্দুল্লাহ (৮), ফাহিম (১০) ও ইমাম হোসেন (৭) মদনপুরা ইউনিয়নের মৃধার বাজার এলাকার আনোয়ার ষ্টোরের স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হাওলাদারের অনুপস্থিতিতে দোকানের ফ্রিজ থেকে তিনটি আইসক্রিম নিয়ে খেয়ে ফেলে ওই তিন শিশু। পরে দোকান স্বত্বাধিকারী আনোয়ার এসে শিশুদের আইসক্রিম খেতে দেখে রেগে গিয়ে তিন শিশুকে শিকলে বেঁধে তালাবদ্ধ করে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন।

ব্যবসায়ী আনোয়ার একই এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, শিশুদের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button