sliderস্থানীয়

বাংলাদেশ স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

চিরিরবন্দর প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৬ মে) সকাল ১১ ঘটিকায় দিনাজপুর আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দশমাইল কাহারোল কার্যালয় অডিটরিয়ামে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে ৬ষ্ঠ ত্রি-বার্ষিক অনুষ্ঠিত হয়।

(২০২৪-২০২৬) কাউন্সিলে রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলামকে কমিশনার, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সভাপতি, খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল হককে কোষাধ্যক্ষ ও সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন-সহ-সভাপতি রংপুর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উপপরিচালক, রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আকতারুজ্জামান এএলটি, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব, মোঃ জালাল উদ্দিন এএলটি ও রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, যুগ্ন সম্পাদক-মোঃ সাফিউর রহমান, লিডার ট্রেইনার-মোঃ কোহিনুর ইসলাম এএলটি, দেওয়ান মোছাঃ রাশেদা খানম এএলটি, কাউন্সিলর প্রতিনিধি-মুক্তা লাল রায় ঈশোর এএলটি, শিবানী রানী সরকার ও আঞ্চলিক প্রতিনিধি-মোঃ সিদ্দিকুর রহমান এএলটি।
এসময় কেন্দ্রীয় স্কাউটস এর নির্বাহী কমিটির সদস্য লোকমান হাকিমসহ রংপুর অঞ্চলের স্কাউট কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button