sliderস্থানীয়

বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ জানুয়ারি) মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির
সভাপতি, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও পালাকার বেলায়েত হোসেন, কার্য্যকরী সভাপতি এম এ মান্নান,
সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসিম, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বিশ্বাস, প্রবীণ যাত্রাশিল্পী ও নাট্য পরিচালক দিলীপ কুমার ঘোষ দুলাল।

বিশিষ্ট যাত্রাশিল্পী ও নাট্য পরিচালক বাবুল আকতারের সভাপতিত্বে এবং সম্মেলন আয়োজন কমিটির আহবায়ক হরেন্দ্র নাথ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক গাজী ওয়াজেদ আলম লাবু, বিশিষ্ট নাট্য অভিনেতা গিয়াস উদ্দিন আহমেদ নান্নু, ফরিদ খান দাউদ, পরিতোষ কুমার সাহা, বদরুল আলম বাদল, লিটন মিয়া, রমেশ চন্দ্র সরকার, সাবিত্রী সাহা, হাসু খান ও বিশিষ্ট আইনজীবী রেজাউল করিম রাজা।

বক্তারা বলেন, যাত্রাশিল্পের সাথে জড়িতরা খুবই বঞ্চিত। তাঁরা যথাযথ মর্যাদা পাচ্ছেন না। তাঁদের
আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা।
যাত্রাশিল্পকে সর্বোস্তরে ছড়িয়ে দিতে তাঁদের ব্যাপারে সব শ্রেণী পেশার মানুষের মানসিক পরিবর্তন জরুরী।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে হরেন্দ্র নাথ মন্ডলকে সভাপতি এবং হাসু খানকে সাধারণ
সম্পাদক করে ৫১-সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা কমিটি গঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button