আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া: বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন শাখার মজলিসে শুরার অধিবেশন আজ সকাল দশটায় সনমানিয়া গণী মার্কেটে অনুষ্ঠিত হয়। সনমানিয়া ইসলামীয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ওয়ালিউল্লার সভাপতিত্বে মজলিসে শুরায় ২০২৪-২০২৫ শেসনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস সনমানিয়া ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আলেম হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ ওসমান গণী প্রধান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল্লাহ আল মামুন। সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ। সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ সাইফুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
মজলিসে শুরায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। কাপাসিয়া উপজেলা সভাপতি মুফতি ইলিয়াস আহমদ। যুব মজলিস কাপাসিয়া উপজেলা সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ প্রমুখ।