রংপুর ব্যুরোঃ রংপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭.০১ মিনিটে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ,সহ-সভাপতি উৎপল সরকার,রোজী রহমান,যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা,সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজেদুল ইসলাম,মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা মনসুর,সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা চৈতি,কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম সাব্বির আহমেদ, সাধারন সম্পাদক তানিম আহসান চপল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে রংপুরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ তৃণমুলের সকল স্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু।
তিনি অসু্স্থ হয়ে ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসারত থাকায় প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত না থাকতে পেয়ে দুঃখ প্রকাশ করেছেন।তিনি সকলকে দোয়া করতে বলেছেন,এবং তিনি আশা করছেন শিঘ্রই
রংপুরের রাজপথে পুনরায় সকলের সাথে মিলিত হবেন। উল্লেখ্য সারাদেশে প্রাকৃতিক দুর্যোগ ও কোভিডের পুনরায় প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম সীমিত করা হয়েছে।