চলতি বছরের পহেলা আগস্ট থেকে মালয়েশিয়া সরকারের দেওয়া সুযোগে দেশে ফিরছে অবৈধ অভিবাসীরা। ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ ব্যবহার করতে পারবেন তারা।
এদিকে শেষ মুহুর্তে ব্যাপক উপস্থিতির কারণে অবৈধ অভিবাসীদের দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে সুযোগ গ্ৰহণের জন্য। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুইদিন অপেক্ষা করার পরও রেজিস্ট্রেশন করতে হিমশিম খেতে হচ্ছে। শেষ পর্যন্ত পারলেও টিকিটের সময় শেষ হয়ে যাচ্ছে।
এমন অবস্থায় নতুন করে টিকিট কেটে দেশে ফিরতে হবে অভিবাসীদের। এছাড়াও রাত জেগে সকালে সিরিয়াল পাওয়ার আশায় রাতেই অভিবাসন বিভাগের অফিসে অথবা রাস্তায়় অবস্থান করতে দেখা গেছে বহু অভিবাসীদের। সকালে অভিবাসন বিভাগের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়ালের দাঁড়িয়ে ইমিগ্রেশন বিভাগের কার্যক্রম সম্পন্ন করছে তারা।
দুই দফায় ইমিগ্রেশন অফিসের উপস্থিত হয়েও সিরিয়াল না পাওয়ায় শেষ পর্যন্ত টিকিট ফেলে দিতে হয়েছে সিলেটের সুমন চন্দ্র দেব, জামালপুরের ইসমাইল ও ময়মনসিংহের জামালকে।
তারা পূর্বপশ্চিমকে জানান, আমরা দুই দফা যাওয়ার পরও রেজিস্ট্রেশন করতে পারলাম না। ২৪ ডিসেম্বর রাত ১০টায় এয়ার এশিয়া আমাদের দেশে ফেরার কথা ছিল। সুযোগ না পাওয়ার কারণে আমাদের টিকিট বাদ হয়েছে। আমাদের কাছে টাকা নেয় যে টিকিট কিনবো। তাই দেশ থেকে টাকা এনে আবার টিকিট নিয়ে দেশে ফিরতে হবে।
লক্ষ্মীপুরের সোহেল পূর্বপশ্চিমকে জানান, শেষ মুহূর্তে বিমানের টিকিট কাটলাম ৩৫ হাজার টাকা দিয়ে।
এদিকে মালয়েশিয়ায় ইমিগ্রেশনের ৮০ কাউন্টারে রাত পর্যন্ত সেবা প্রদান করা হচ্ছে বলে জানান অভিবাসন বিভাগ। কিন্তু শেষ মুহূর্তে ব্যাপক উপস্থিতির কারণেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানালেন পেনাং ইমিগ্রেশনের প্রধান।
ব্যাক ফর গুড কমসূচিতে সব থেকে বেশি উপস্থিতি ছিল পুত্রাজায়া, সেলাঙ্গর, পেনাং, জোহর বারুতে। অবৈধ অভিবাসীদের উপস্থিতিতে ইমিগ্রেশন পুলিশের হিমশিম খেতে হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের পহেলা আগস্ট থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত সে দেশের সরকার অবৈধ অভিবাসীদের ১৪ হাজার টাকা জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ নিয়ে ইতিমধ্যেই ফেরত গেছে ৪০ হাজারের বেশি বাংলাদেশিসহ প্রায় দেড় লাখ বিভিন্ন দেশের অধিবাসী।
পূর্বপশ্চিম