সব কিছু ঠিক ঠাক থাকলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন আরেকজন শ্রীলঙ্কান। তিনি হলেন কিংবদন্তি পেসার চামিন্দা ভাস। শিগগিরই বাংলাদেশের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন তিনি।
বোর্ডের নির্ভরযোগ্য তথ্য জানিয়েছে, সভাপতি নাজমুল হাসান পাপন চামিন্দা ভাসকে পেস বোলিং কোচের দায়িত্ব দিতে আগ্রহী। এখন চামিন্দা ভাস বোর্ডের দেয়া প্রস্তাব ও শর্ত মেনে নিলেই চূড়ান্ত ঘোষণা আসবে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬১ টি উইকেট পাওয়া ভাস ১৫ বছরের বর্ণাঢ্য এক ক্রিকেট ক্যারিয়ার শেষে ২০০৯ সালেই জার্সি তুলে রাখা লঙ্কান পেসার চামিন্দা ভাস এখনও পুরোদস্তুর ক্রিকেটেরই মানুষ।
জড়িত আছেন ক্রিকেট কোচিংয়ে। শ্রীলঙ্কার পেস বোলিং কোচের পদটা ছেড়েছেন গত বছর। আর ক’দিন আগেই ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পেস বোলিং নিয়ে কাজ করেছেন আয়ারল্যান্ড দলের সাথে। স্বল্প সময় ছিলেন নিউজিল্যান্ডের সাথে। এবার ভারতে কাজ করছেন জোয়ালা সিং ফাউন্ডেশনে।
এতোদিন বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং সেটআপে লঙ্কানদের আধিপত্য ছিল। প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে, স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন – সবাই শ্রীলঙ্কার। এবার তার সাথে যুক্ত হবেন চামিন্দা ভাস।
এর আগে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে ভারতের ভেঙ্কটেশ প্রসাদ, পাকিস্তানের আকিব জাভেদ, ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোস কিংবা আরেক শ্রীলঙ্কান চম্পকা রমানায়েকের নাম শোনা গেছে। প্রসাদ আগেই ‘না’বলে দিয়েছেন। নিজের অনাগ্রহের কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদও।
অন্যদিকে চম্পকা বা অ্যামব্রোসের সাথে আলোচনা এগোয়নি বিসিবির। বোলিং কোচের সাথে একজন পরামর্শকও নিয়োগ দেয়ার কথা ভাবছে বিসিবি। ক’দিন আগেই শোনা যাচ্ছিল সেই পরামর্শক হতে পারেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড।
সূত্র : প্রিয়.কম