sliderশিক্ষাশিরোনাম

বাংলাদেশের এইচএসসি পরীক্ষার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারিত হবে লটারি করে

প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষার ২৫ মিনিট আগে লটারি করে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে বলে বাংলাদেশের শিক্ষা কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন।
রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন জানান, পরীক্ষার ২৫ মিনিট আগে সেট নির্ধারিত হবে। লটারির মাধ্যমে ঢাকা বোর্ড এই সেট নির্ধারণ করবে।
এ বছর অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েই এই পদ্ধতি চালু হচ্ছে বলে তিনি জানান।
তিনি জানান, পরীক্ষার আগে প্রশ্নপত্রের সব সেট নিরাপত্তার মোড়কে কেন্দ্রে পাঠানো হবে। পরীক্ষার্থীরাও আধাঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করবেন। এরপর ঢাকায় লটারি করে কোন সেটে পরীক্ষা হবে, তা সবাইকে জানিয়ে দেয়া হবে।
তবে কত সেট প্রশ্ন ছাপা হবে, তা জানাননি কর্মকর্তারা।

প্রশ্নপত্র ফাসের বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলনও হয়েছে

এছাড়া পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে বসতে হবে। কিছুদিন আগে সমাপ্ত হওয়া এসএসসি পরীক্ষার সময়েও ৩০মিনিট আগে পরীক্ষার্থীদের হলে বসতে হয়।
আগামী ২ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
এই পরীক্ষা নিয়েই সংশ্লিষ্টদের সঙ্গে রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়।
বিবিসি

Related Articles

Leave a Reply

Back to top button