বাংলাদেশের উন্নয়নে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরকার : নূর মোহাম্মদ এমপি

রতন ঘোষ, কটিয়াদি প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের আধুনিক ব্লক রাস্তা নির্মাণের উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) নির্বাচিতি এলাকার সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন বাংলাদেশের উন্নয়ন করতে হলে একমাত্র আওয়ামী লীগকেই বারবার ক্ষমতায় আনতে হবে। ২০শে সেপ্টেম্বর বুধবার বিকেলে কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের চর আলগি ডনার বাড়ি থেকে কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত (চেইনেজ ১৪৫০মিটার) একটি উন্নত ব্লক রাস্তা উদ্বোধন উপলক্ষে বক্তব্যে বলেন জনাব নূর মোহাম্মদ এমপি । স্থানীয় আনোয়ার কনস্ট্রাকশন এই কাজের কন্ট্রাক্ট পেয়েছেন যা এলজিইডি মন্ত্রণালয় বাস্তবায়ন করছে। এমপি নুর মোহাম্মদ আরো বলেন ১০ বছর আগে আমাদের দেশ কোথায় ছিল এবং বর্তমানে আমরা কোথায় পৌঁছেছি যা জনগণের চোখের সামনেই প্রমাণিত। এখনো যারা বিএনপি করেন তাদেরকে বলি আপনারা সন্ত্রাসীদের পক্ষ্য ত্যাগ করে আওয়ামী লীগে এসে উন্নয়নের রাজনীতির সাথে শামিল হন। দেশের মঙ্গল কামনা করলে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আজকে যে আমরা উন্নত ব্লক রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলাম, তদ্রুপ খুব শীঘ্রই ২য় ব্লক রাস্তাটি উদ্বোধন হবে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে। জনাব মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, জনাব মোঃ কফিল উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা এনামুল হক বাবু সহ অনেকেই। সংসদ সদস্য নূর মোহাম্মদ এর পূর্বে লোহাজুরি ইউনিয়নের সদ্যপ্রয়াত চেয়ারম্যান হায়দার মারোআর মৃত্যুতে তার পরিবারবর্গ কে সমবেদনা জানাতে হায়দার মারওয়ার বাড়িতে যান।