উপমহাদেশ

বাংলাদেশের ইলিশ না পেয়ে মমতার আক্ষেপ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাঙালি মাছে ভাতে থাকতে ভালবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার জল দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু জল নেই তো কোথা থেকে দেব?
মঙ্গলবার (০২ জুলাই) বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের জবাবে এমনই আক্ষেপের সুর শোনা গেল মমতার গলায়।
বিধানসভায় তিনি জানান, আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না মাছ।’
তিস্তা জলচুক্তি নিয়ে বাংলাদেশের ক্ষোভ নতুন নয়। ইউপিএ জমানার শেষ দিকে আশা জাগিয়েও স্বাক্ষর হয়নি চুক্তি। ওদিকে তিস্তার জলের দাবিতে অনড় বাংলাদেশ। কিন্তু আমাদের ইচ্ছা থাকলেও উপায় না থাকায় জল দেয়া যাচ্ছে না। তাতে আমি নিজেও দুঃখিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button