sliderরাজনীতিশিরোনাম

বাংলাদেশকে নতুন ভাবে গড়তে এবি পার্টির অধিকার ভিত্তিক রাজনীতির বিকল্প নাই-মেজর মিনার

পতাকা ডেস্ক: বাংলাদেশের জনগণ ১৫ বছর সকল অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফ্যাসীস্ট সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার জনগণের চাহিদা নিয়ে কাজ করছে। কিন্তু প্রশাসনের দূর্বলতাকে সামনে রেখে অনেকেই আবার চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। এই দেশকে এখন আমাদের পুনর্গঠন করতে হবে। বাংলাদেশকে নতুন ভাবে গড়তে এবি পার্টির অধিকার ভিত্তিক রাজনীতির বিকল্প নাই বলে মন্তব্য করেছেন এবি পার্টির আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার।
আজ আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি নেত্রকোনা জেলার উদ্যোগে এক যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উক্ত অনুষ্ঠানে
ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সাবেক ডিন ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নানের নেতৃত্বে আজ নেত্রকোনায় বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক ব্যক্তি আমার বাংলাদেশ পার্টিতে যোগদান করেন। এবি পার্টি জামালপুর জেলা আহবায়ক ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান।

প্রধান অতিথির বক্তব্যে মেজর মিনার বলেন, আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি। প্রায় ২ হাজার শহীদ ৩০ হাজার আহত, গুলিবিদ্ধ মানুষের ত্যাগের বিনিময়ে দেশের ছাত্র জনতা জানিয়ে দিয়েছে তারা কেমন বাংলাদেশ চায়। এতো ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থানের অর্জনকে আমরা ব্যার্থ হতে দিতে পারিনা। তিনি বাংলাদেশ রাষ্ট্রের সকল নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের মানুষকে এবি পার্টিতে যোগদান করার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Back to top button