sliderখেলা

বাংলাদেশও চ্যাম্পিয়ন হতে পারে

বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতিটা কোনভাবেই এড়িয়ে যেতে পারছেন না ক্রিকেটের কিংবদন্তিরা। সচিন টেন্ডুলকার বা ব্রায়ান লারার মতো কিংবদন্তিরাও কথা বলছেন বাংলাদেশের পক্ষে। আর ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথাম তো তার টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নের তালিকাতেই রেখে দিলেন বাংলাদেশকে।
এ ধরণের টুর্নামেন্টে কেউ ফেবারিট না এমনটাই ধারণা বোথামের। কোনো দিকেই শতভাগ না ঝুঁকে বোথাম বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আকাশটা অনেক বড়। কেউ কি ভেবেছিল ২০১০ সালে ইংল্যান্ড বিশ্বকাপ জিতবে? বা ২০১২ তে ওয়েস্ট ইন্ডিজকে কে এগিয়ে রেখেছিল? এখানে কোনো একজন খেলোয়াড়ের ভালো দিন হলেই ম্যাচ জেতা যায়। তাই যেকোনো দলের মতো সম্ভাবনা আছে। সেই দলটি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশও হতে পারে।’
গেল ওয়ানডে বিশ্বকাপে এই ইংল্যান্ডকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেখান থেকেই যেন সাফল্যের নতুন ধারার শুরু। এরপরে একের পর এক সিরিজ ও ম্যাচ জয়, যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি সবার মনোযোগ আটকে রেখেছে।
এবার দেখার পালা ইংল্যান্ডের এই কিংবদন্তির ভবিষ্যদ্বাণী কতোটা ফলে। সূত্র : প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Back to top button