
রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালি নদীতে ডুবে ইয়াসিন মাহমুদ মুরাদ (৬) এর মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বৈলতলা মুকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা থেকে বাড়ি এসে খেলার জন্য বাহিরে যায়। বাড়ির পেছনে গাজিখালী নদীতে বাঁশের সাঁকোতে যায়। পিছলে হঠাৎ নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে পরিবার ও আশেপাশের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পায় না। পরদিন ২৮ অক্টোবর সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম নদীতে গেলে ইয়াসিন মাহমুদ মুরাদের দেহ পানিতে ভাসতে দেখে চিৎকার করে লোকজন ডেকে নদী থেকে উঠিয়ে মৃত দেখতে পায়। পরে সাটুরিয়া থানা পুলিশকে খবর দেয় এলিকাবাসী। সাটুরিয়া সদর ইউনিয়নের বৈলতলা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র ইয়ামিন মাহমুদ মুরাদ।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে বাঁশের সাঁকো দেখতে গিয়ে হয়তো পিছলে পানিতে পড়ে গিয়ে থাকতে পারে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



