বলিভিয়ায় পরিবারের সদস্যরাই করোনায় মৃতদের লাশ রাস্তায় ফেলে যাচ্ছে
বলিভিয়ার শহর কোচাবাম্বাতে করোনা অপ্রতিরোধ্য হয়ে উঠায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। যার ফলে মৃত ব্যক্তির দাফন নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে। নিহতের আত্মীয়দের কবর দেয়ায় অসুবিধার জন্য করোনায় মৃত ব্যক্তির কফিন রাস্তার পাশে ফেলে রেখে চলে যেতে দেখা যায়।
রেমবার্তো আর্নেজ নামের একজন বলেন, ৬২ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন রোববার। তার লাশ এখনো তার বাড়িতে রয়েছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে।
পুলিশ কর্নেল ইভান রোজাস একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শহরে প্রতিদিন প্রায় ১৭টি করে লাশ সংগ্রহ করা হয়। ছয় লাখের বেশি জনবসতি সম্পূর্ণ এই শহরে পুলিশ ও অন্ত্যেষ্টিক্রিয়া কর্মীদের জন্য সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে।
যেখানে লাশ সংগ্রহ করা হচ্ছে সেই কবরস্থানটি যথেষ্ট ছোট, বলে জানিয়েছেন জাতীয় শ্রমমন্ত্রী অস্কার মার্কাডো। মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কর্মকর্তারা শহরের মূল কবরস্থানে ২৫০টি নতুন কবর প্রস্তুত করেছে।
উল্লেখ্য, বলভিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৭১ ও মৃতের সংখ্যা এক হাজার ৩৭৮।
সূত্র : আরব নিউজ