sliderবিনোদন

বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার

বলিউডের জন্য আবারও বড় ধরনের ধাক্কা! হিমাচল প্রদেশের ধর্মশালার এক বাড়ি থেকে বৃহস্পতিবার উদ্ধার করা হল বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার।
পুলিশের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ধর্মশালার একটি প্রাইভেট কমপ্লেক্স থেকে আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বলিউডের অতি পরিচিত মুখ আসিফ বসরা। যব উই মেট, ওয়ান্স আপঅন এ টাইম ইন মুম্বাই, এক ভিলেন, কৃষ ৩, কাই পো ছে’র মতো ছবিতে অভিনয় করেছেন আসিফ। সম্প্রতি অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ এবং ডিজনি প্লাস হটস্টারের ‘হস্টেজ’ এর দু নম্বর সিজনে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আসিফ।
শুধু ভারতীয় ছবিই নয়, ওয়ান নাইট উইথ দ্য কিং, কুইকস্যান্ড অ্যান্ড আউট সোর্সডের মতো বেশ কিছু বিদেশি প্রোজেক্টেও অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।
প্রাথমিক তদন্তে অনুমান, আত্মহত্যা করেছেন আসিফ। নিউজ এইটিনের প্রতিবেদনে জানানো হয়েছে, ধর্মশালার ম্যাকলিয়ড গঞ্জে একটি বাড়িতে গত পাঁচ বছর ধরে ভাড়া ছিলেন এই অভিনেতা। জানা গেছে বেশ কিছুদিন ধরেই নাকি অবসাদে ভুগছিলেন তিনি। এক বিদেশি মহিলার সঙ্গে ওই অ্যাপার্টমেন্টে থাকতেন আসিফ।
বৃহস্পতিবার সকালেও নিজের পোষ্য কুকুরকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়েছিলেন। বাড়ি ফিরে এসেই নাকি আত্মহত্যা করেন অভিনেতা। যদিও বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানিয়েছে পুলিশ।
গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। অভিনেতার মৃত্যুর সুবিচার চেয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় সরব প্রতিবাদী ভক্তরা। এর মাঝেই সুশান্তের ‘কাই পো ছে’ সহঅভিনেতার মৃত্যুর খবর ফের একবার নাড়িয়ে দিল বলিউডকে!
সুত্র : চ্যানেল আই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button