sliderবিবিধশিরোনাম

বর ছেড়ে কুকুরই বেছে নিলেন তরুণী

তরুণী করিশমা ওয়ালিয়ার কুকুর খুব পছন্দ। তার পোষা কুকুরটির নাম লুসি।
তাকে করিশমা এতটাই ভালোবাসেন, যে নিজের বিয়ের সম্বন্ধ ভেঙে দিতেও পিছপা হননি তিনি।
তার হবু স্বামীর আবার কুকুর মোটেই পছন্দ নয়। অতএব মিস ওয়ালিয়ার সিদ্ধান্ত, বিয়েই করবেন না ওই ছেলেকে!
দক্ষিণ ভারতের শহর ব্যাঙ্গালোরের বাসিন্দা ওই তরুণী এখন দিল্লি লাগোয়া গুরগাঁওতে থাকেন। একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন।
তার বাবা মা মেয়ের জন্য পাত্র পছন্দ করেছিলেন। কিন্তু সেই ছেলের শর্ত ছিল বিয়ের পরে সঙ্গে কুকুর রাখা চলবে না। রাজি হননি করিশমা। তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হবু স্বামী।
দিন কয়েক আগে হোয়াটস্অ্যাপে কথোপকথনের সময়ে করিশমা স্পষ্টই জানিয়ে দেন কুকুরটিকে না নিয়ে যেতে পারলে তিনি বিয়েই করবেন না।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে করিশমা ওয়ালিয়ার এই কুকুর প্রেমের কাহিনী।
সঙ্গে প্রকাশিত হয়েছে করিশমা আর তার হবু স্বামীর মধ্যে কথোপকথনেরই স্ক্রিন শটও।
কুকুর নিয়ে ঝগড়ার পর হবু স্বামীর সাথে হোয়াটস্‌অ্যাপ চ্যাটের অংশ বিশেষ প্রকাশ করলেন করিশমা ওয়ালিয়া।
কুকুর নিয়ে ঝগড়ার পর হবু স্বামীর সাথে হোয়াটস্‌অ্যাপ চ্যাটের অংশ বিশেষ প্রকাশ করলেন করিশমা ওয়ালিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button