sliderবিনোদন

বর্তমান স্ত্রীকে ছেড়ে সাবেকের সঙ্গে কোয়ারেন্টাইন: মুখ খুললেন মেয়ে

তিন মেয়েকে নিয়ে একসঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন হলিউডের সাবেক দম্পতি ব্রুস উইলিস ও ডেমি মুর। ওই সময় আলাদা বাড়িতে দুই মেয়েকে নিয়ে ছিলেন অভিনেতার বর্তমান স্ত্রী এমা হ্যামিং উইলিস।
এই ঘটনায় কয়েক সপ্তাহ ধরে বেশ চর্চা হচ্ছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ব্রুস-ডেমির মেঝ মেয়ে স্কট উইলিস।
২৮ বছরের এই তরুণী এক পডকাস্টে জানান, যে বাড়িতে বেড়ে উঠেছেন সেখানে বাবা-মাকে আবার একসঙ্গে পাওয়া দারুণ ব্যাপার। পুরোই দুর্দান্ত অভিজ্ঞতা তাদের।
ব্রুসের বর্তমান স্ত্রী এমা দুই মেয়ে মাবেল (৮) ও ইভিলিন (৫)-কে নিয়ে রয়েছেন লস অ্যাঞ্জেলসের বাড়িতে। এ প্রসঙ্গে স্কট জানান, সৎমা ও সৎবোনদেরও তাদের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু ইভিলিনের পায়ে সূঁচ ফোটায় সবকিছুতে গড়বড় হয়ে গেছে। এ ঘটনায় নিজের বাড়িতে রয়ে যান এমা।
মা-বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে স্বর্গীয় বলেও উল্লেখ করেন স্কট।
ব্রুস ও ডেমি ১৯৮৭ সালে বিয়ে করেন, ছাড়াছাড়ি হয় ২০০০ সালে। তাদের অন্য দুই মেয়ে হলেন অভিনেত্রী রুমার (৩১) ও তাল্লুলাহ (২৬)।
এ দিকে কিছুদিন আগেও তাল্লুলাহ’র পোস্ট করা কোয়ারেন্টাইনের ছবিতে মন্তব্যের ঘরে সবার ম্যাচিং পোশাকের প্রশংসা করেন এমা।

Related Articles

Leave a Reply

Back to top button