sliderশিক্ষা

বরোবিতে অগ্নিস্নান ব্যান্ডের ‘মিউজিশিয়ান হান্ট’ শনিবার

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একমাত্র সঙ্গীত ব্যান্ড ‘অগ্নিস্নান’ এর ‘মিউজিশিয়ান হান্ট’ আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের অর্থনীতি বিভাগের ৩০২ রুমে বিকেল ৩টায় এ প্রতিযোগীতা শুরু হবে। সেখানে শুধু বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরাই অংশগ্রহন করতে পারবে।
মিউজিশিয়ান হান্ট প্রতিযোগীতায় বিচারক হিসেবে থাকবেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন, অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম নিরব ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ সাব্বির।
‘অগ্নি¯œান মিউজিশিয়ান হান্ট’ এ ভোকাল, গিটার, ইউকেলেলে, ড্রামস, কি-বোর্ড, কাজন (কাহন), ভায়োলিন (বেহালা), বাঁশিসহ সঙ্গীতের যেকোন বাদ্যযন্ত্র বাঁজাতে পারদর্শীগণ রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারবে।
আগ্রহীরা মোবাইলে রেজিস্ট্রেশন করার জন্য ম্যাসেজ অপশনে গিয়ে নাম, বিভাগের নাম, ব্যাচ ও যে বিষয়ে পারদর্শী সেটা উল্লেখ করে(০১৫৫৮১৩৭৭৭১)নম্বরে ম্যাসেজ করতে হবে। এছাড়াও আগ্রহীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে চাইলে – http://goo.gl/24bq2t : লিংকে রেজিস্ট্রেশন করতে পারবে।

Related Articles

Leave a Reply

Back to top button