sliderস্থানীয়

বরুড়ায় এক মুক্তিযোদ্ধা বলেন গায়ে আগুন ধরিয়ে দিয়ে হলেও মুক্তিযোদ্ধার সম্পত্তি রক্ষা করব।

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল,বরুড়া (কুমিল্লা) : কুমিল্লার বরুড়ায় চলছে তান্ডব এক পক্ষ বলেছে মুক্তিযোদ্ধা সম্পত্তি অন্য পক্ষ বলছে বিআরডিবির সম্পত্তি। এই সম্পত্তি কৌতুহল সৃষ্টি করাচ্ছে সাধারণ জনগনের মধ্যে । আজ ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায়, কুমিল্লার বরুড়ায় দুই পক্ষের দাবীকৃত সম্পত্তিতে চলমান মামলা তোয়াক্কা না করে, বরুড়া মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃত্বে বিআরডিবি নির্মানাধীন ভাড়াকৃত স্থাপনা ভাংচুর করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের দাবী এই স্থাপনা বিআরডিবি জোরপূর্বক স্থানীয় পেশীশক্তি ব্যবহার করে অবৈধভাবে নির্মান করে। এবং আমরা এই অপশক্তির বিরোদ্ধে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছি।
আমরা আমঅদের মুক্তিযুদ্ধের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য, বেদখল সম্পত্তি উচ্ছেদ করার চেষ্ঠা করি।
এমন উচ্ছেদের খবর চার পাশে ছড়িয়ে পড়লে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার ও সহকারি কমিশনার ভূমি তরিতগতিতে পুলিশ সোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ভাংচুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবং ইকবাল বাহার মজুমদার বলেন, কেহু আইনের উর্দে না, আপনারা আইন নিজের হাতে তুলে নিতে পারেন না।
এসময় বরুড়া থানার অফিসার ইনচার্জ ও বরুড়া উপজেলা ভূমি কমিশনারের সমনে এক মুক্তিযোদ্ধা বলেন, প্রয়োজনে পেট্রোল দিয়ে আমার গায়ে আগুন ধরিয়ে দিয়ে হলেও মুক্তিযুদ্ধের সম্পতি রক্ষা করো।
এই জায়গা আদালত রায়ে যে পাবেন, তাদেরকে হস্তান্তর করা হবে, এর আগে কেহ এই জায়গায় হাত দিলে আমি আইনি ভাবে কঠোর হস্তে দমন করবো।
এসময় ভাংচুরের টিনসেট গুলা পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে দুই পক্ষের মাঝেই দিন দিন উত্তোজনাসহ নান কৌতুহল ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে, অচিরেই এই সমস্যার সমাধান না হলে।
এই বিষয়ে ভবিষ্যৎএ হতাহতের আশংকাজনক হতেপারে বলে জানান উৎসক জনতা।

Related Articles

Leave a Reply

Back to top button