sliderশিক্ষাশিরোনাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হয়রানির অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষককে মিথ্যা হয়রানি করেছে বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে সাধারণ শিক্ষার্থী ব্যানারে প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাংলা বিভাগের সভাপতি উন্মেষ রায় স্যারকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত এবং
মিথ্যা ও ষড়যন্ত্রমূলক একটি অভিযোগ আনা হয়েছে।
বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান বলেন, নম্বর টেম্বারিং ও শিক্ষার্থীকে অসহযোগিতা করা হয়েছে বলে একটি অভিযোগপত্র দেন এক শিক্ষার্থী। যে অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। পরিবহন সংক্রান্ত নিয়ে হয়রানি তিনি (শিক্ষক) করেননি। তাই, শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন। আমরা এই অভিযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একই বর্ষের শিক্ষার্থী মো. ইয়াসিন বলেন, যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি আন্তরিক এবং মূল্যায়ন করেই নম্বর দেন। অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানি করা হয়েছে বলে মনে করি।

বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষার্থীবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. মিলন হোসেন, একই বিভাগের চতুর্থ বর্ষের যাদব কুমার ঘোষ, তৃতীয়বর্ষের সুমাইয়া ইসলাম শিমু, মো. হেলাল ও খালিদ শাওন প্রমুখ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়ের বিরুদ্ধে নম্বর টেম্পারিং ও পরিবহন সংক্রান্ত হয়রানিমূলক আচরণের অভিযোগ দেন এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (স্নাতক) শিক্ষার্থী মো. লুৎফর রহমান রোববার (৩০ জুলাই) এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরিবহন পুলের ম্যানেজার বরাবর দুটি পৃথক লিখিত অভিযোগপত্র দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button