sliderশিরোনামস্থানীয়

বরিশাল থেকে হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল না তাকে

করোনার উপসর্গ নিয়ে বরিশাল নগরীর বান্দ রোডস্থ রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ও স্বনামধন্য চিকিৎসক মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে সোমবার সকালে ডা. আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট শুরু হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ওই দিন বিকেলে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়।
মৃত চিকিৎসকের পারিবারিক সূত্রে জানা গেছে, তাকে প্রথমে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে শয্যা খালি না থাকার কথা বলে তাদের ফিরিয়ে দেয়া হয়। পরে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখান থেকেও একইভাবে ফিরিয়ে দেয়া হয়েছে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উপায়ান্তুর না পেয়ে দ্রুত বাড্ডা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button