sliderশিরোনামস্থানীয়

বরিশালে নারী লাইব্রেরিয়ানের সঙ্গে অধ্যক্ষের অন্তরঙ্গ ছবি ফাঁস

সংবাদদাতা, বরিশাল : কলেজের নারী লাইব্রেরিয়ানের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে কাজী মিজানুল ইসলাম মুকুল নামে এক অধ্যক্ষের বিরুদ্ধে। সম্প্রতি নারী লাইব্রেরিয়ানের সঙ্গে তার অন্তরঙ্গ ছবি প্রকাশ পায়।সঙ্গে সঙ্গে আপত্তিকর সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
মিজানুল বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারি সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ।
এ ঘটনায় মিজানুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ৭ দিনের মধ্যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে জবাব চেয়েছে কলেজের গভর্নিং বডি।
গত শনিবার দুপুরে কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সভাপতিত্বে গভর্নিং বডির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বলেন, নারী কেলেঙ্কারি ছাড়াও অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ ২১টি অভিযোগ রয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে সম্প্রতি লিখিত অভিযোগ করার পাশাপাশি তাকে ৩ দফা শোকজ নোটিশ দেওয়া হয়। এসবের কোনো জবাব না দেওয়ায় তাকে বরখাস্ত করে অভিযোগের কারণ দর্শাতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button