
বিপিএলে শুক্রবার ফিরতি ম্যাচে বরিশাল বুলসকে হারিয়ে আবার পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো খুলনা টাইটান্স। এই ম্যাচে জয়ের ফলে ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২. ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রংপুর রাইডার্স।
শুক্রবার লো স্কোরিং ম্যাচে বরিশাল বুলসকে ৬ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লা রিয়াদের খুলনা টাইটান্স। আগে ব্যাট করা বরিশালকে ১১৯ রানে আটকে দেয় খুলনার বোলাররা। অধিনায়ক মুশফিকুর রহীমের দারুণ ব্যাটিংয়ের পরও শেষ দিকে প্রয়োজন মতো রান তুলতে না পারার কারণে ৫ উইকেটে ১১৯ রানে শেষ হয় তাদের ইনিংস। মুশফিক ২৬ বলে ৩১ রান করেন। এছাড়া শাহরিয়ার নাফিস ২৭ বলে ২৩ ও থিসারা পেরেরা ১৯ বলে ১৭ রান করেন। হাতে পর্যাপ্ত উইকেট থাকার পর বরিশাল শেষ দিকে খুব বেশি রান তুলতে না পারার জন্য খুলনার বোলারদের হিসেবি বোলিংই দায়ী। পাকিস্তানি পেসার জুনাইদ খান ১২ ও স্পিনার মোশারফ হোসেন রুবেল ১৬ রানে ১টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৬ রানে ২ উইকেট হারালেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোমের ৫৭ রানের জুটিতে ম্যাচে ফিরে আসে খুলনা। ৩৪ বলে ৪০ রান করে আউট হন শুভাগত। তবে মাহমুদউল্লাহ ৩৫ বলে ৩৬ রানের সমায়োপযোগী ইনিংস খেলে দলের জয় নিশ্চত করে মাঠ ছাড়েন। এছাড়া ওপেনার তাইবুর রহমান করেন ২১ রান। ৪ উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতেই প্রয়োজনীয় ১২০ তোলে খুলনা। বরিশালের পক্ষে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন রুম্মান রাঈস।