
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা কলেজের অধ্যক্ষের নিকট সাড়ে চার লক্ষ টাকা চাঁদা দাবি এবং দাবি পুরন না করায় হত্যার হুমকির অভিযোগে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ পত্র পেশ করছেন অধ্যক্ষ মোহাং জসিম উদ্দিন। অভিযোগ সূত্রে জানা গেছে স্থানীয় ইব্রাহীম, রুহুল আমিন, তাজুল ইসলাম মনা,ইমান হোসেন ও শাহজাহান প্রতিষ্ঠানের লাইব্রেরি নির্মাণ কাজে বাঁধা দেয়। তারা সাড়ে চার লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবি পুরন না করায় হত্যার হুমকিও দিয়েছে। অধ্যক্ষ মোহাং জসিম উদ্দিন জানান, রুহুল আমিন ও তাঁর পিতা মৃত আজগর মেম্বার একসময় স্কুলের জায়গা দখল করে ভবন নির্মাণ করে, পরে এটি উপজেলা প্রশাসন উদ্ধার করেন। এরপর তারা ১৬,১৭,১৮ ও ১৯ নম্বর রুম ভাড়া নেয়। কিন্তু ভাড়ার টাকা পরিশোধ না করায় তাদের চুক্তি পত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, এমনকি রুম গুলো নির্মাণ বাবদ কয়েক কিস্তিতে টাকাও নিয়েছে। গত ৫ অক্টোবর প্রতিষ্ঠানের জন্য লাইব্রেরি নির্মাণ কাজ শুরু করলে তারা কাজে বাঁধা দেয় এবং সাড়ে চার লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবি পুরন না করায় হত্যার হুমকির কারনে দাউদকান্দি মডেল থানায় ওসি মোজাম্মেল হককে মৌখিক ভাবে অবগত এবং অভিযোগ পত্র পেশ করেন।