slider

বরকলে স্বপ্নের পদ্মা সেতু সৌখিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলার বরকল উপজেলায় ভূষনছড়া ইউনিয়নে স্বপ্নের পদ্মা সেতু সৌখিন ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯শে জুলাই ) বিকাল ৪ টায় ভূষনছড়া মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ভূষনছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরকল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুয়েল রানা।

লুসাই নার্সারি এন্ড এগ্রো ফার্ম এর সৌজন্যে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূষনছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আলমগীর হোসেন, বরকল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম মনির, স্বপ্নের পদ্মা সেতু সৌখিন ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক হাফিজুল রহমান জামাল, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ সহ স্থানীয় চ্যায়ারম্যান,মেম্বার, বিজিবি, গণমাধ্যমকর্মী, সহ আরো অনেকে।
স্বপ্নের পদ্মা সেতু সৌখিন ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উক্ত টুর্নামেন্টের সভাপতিত্ব করেন ভূষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বনাম আবাহনী লিমিটেড। ৬০মিনিট খেলা শেষে খেলার ফলাফল ড্র ড্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button