সুনামগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে নিয়ে রওনা হয়েছে তারুণ্যের প্রতীক সামাজিক সংগঠন ও সুনামগঞ্জের যুব সামাজ।
সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের উদ্যোগে ১ লক্ষ ৬০ হাজার টাকা ওই সংগঠন থেকে তারা সকল শিক্ষার্থীরা কালেকশন করেন। পরবর্তীতে ৭০ হাজার টাকার শুকনো খাবার রাতভর প্যাকেটিং করে। পরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে একটি ট্রাকে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়।
তিনি আরো বলেন, যে সকল বড় ভাইয়েরা আমাদের এই উদ্যোগটাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে সুন্দরভাবে আপনাদের দেওয়া ভালোবাসা তাদের হাতে পৌঁছে দিতে পারি। এবং আমাদের এই কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে। আজকে আমার সাথে যাত্রা পথে সঙ্গী হয়েছেন, আবু তালহা, তাহসিন আহমেদ, ইজাজ উল্লাহ রবিন, রেজুয়ান হোসেন, ফাইয়াজ চৌধুরী শাওন।