ঠাকুরগাঁও প্রতিনিধি: আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি। ২৬ আগষ্ট সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে একটি ত্রাণের ট্রাক পাঠানো হয়। এর আগে গত ২৫ আগষ্ট রোববার সকাল থেকে বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ত্রাণ পৌঁছাতে শুরু করেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি-চিড়া-গুড়-বিস্কুট, পানি, স্যালাইন সহ নানা ধরণের সামগ্রী। ত্রাণের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীর পক্ষ থেকে নগদ অর্থও সংগ্রহ করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গান আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ,যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ,ছাত্রদলের সভাপতি কায়েস সহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দরা। সেই সাথে ঠাকুরগাঁও বিএনপির এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তারা।