sliderআবহাওয়াশিরোনাম

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩

সিলেট জেলায় আরো দুজনের মৃত্যু হওয়ায় দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। রোববার পর্যন্ত এ হিসেব জানিয়েচে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তারা দুজনই বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়াও, এই সময়ের মধ্যে প্রায় ২০ হাজার ১৩৪ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত মোট মৃত্যুর রেকর্ড করা হয়েছে।
মোট মৃতের মধ্যে বন্যার পানিতে ডুবে ৯৬ জন, বজ্রপাতে ১৫, সাপের কামড়ে দুই, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে নয়জনের মৃত্যু হয়েছেন। তাছাড়া মৃতদের মধ্যে সিলেট জেলায় ৬৯ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বন্যাকবলিত ৭০ উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩, রংপুর বিভাগে ১৬, ময়মনসিংহ বিভাগে ২০ এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। এই সব জেলাগুলোতে যথাক্রমে ১৩, ১১, ১০ ও নয়টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Back to top button