sliderস্থানীয়

বন্ধু সমিতি ও রোটারি ক্লাব ঢাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধি : বন্ধু সমিতি ও রোটারি ক্লাব অব ঢাকা ই্স্ট এর সৌজন্যে ঢাকার অভিজাত একটি হোটেলে (১ নভেম্বর) শুক্রবার এইচএসসি পরিক্ষায় কৃতকার্য কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃতি শিক্ষার্থীদের মধ্যে ইফ্ফাত ফাহমিদা ইভা, নওশিন আনজুম জান্নাত, নাফিসা আহমেদ, নাফিসা মোস্তফা অর্থী, কাজী আলিমুল হাসিবসহ অনেকে।

এসময় মেধাবী শিক্ষার্থীদের কে শুভেচ্ছা স্মারক তুলেদেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড:মোঃ আলমগীর হোসেন। এসময় আরো উপস্থিতি ছিলেন বন্ধু সমিতির সভাপতি ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক মো:নজরুল ইসলাম, রোটারি ক্লাব অব ঢাকা ই্স্ট এর পিপি ইদ্রিস আলী মোল্লা, মীর নিজাম উদ্দিন আহমেদ, ফিরোজ আলম টিপুসহ অনেকেই। এসময় ইদ্রিস আলী মোল্লা বলেন বন্ধু সমিতি ও রোটারি ক্লাব অব ঢাকা ই্স্ট পরিবারের যে সকল সন্তানরা পরীক্ষায় ভালো ফলাফল করেছেন তাদেরকে আরো উৎসাহীত করার জন্য আমাদের এ প্রয়াস। মানবাধিকার খবরের সম্পাদক রেয়াজ আহমেদ বলেন এ উদ্যৌগ নিঃসন্দেহে প্রশংসানীয়। সকল শ্রেণির মানুষের মানবিক কাজের দৃষ্টান্ত রাখার জন্য আহবান করেন। অনুষ্ঠানটি খুব আনন্দময় ও প্রাণবন্ত পরিবেশের মাধ্যমে সমাপ্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button