sliderঅপরাধশিরোনাম

বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে ১০ মাসে মৃত্যু ২৫১৯৮

জুলাই পর্যন্ত চলতি অর্থ বছরের ১০ মাসে বাইডেন প্রশাসন আগ্নেয়াস্ত্র বিক্রির ১২২ ডিলারের লাইসেন্স বাতিল করেছে। আগের অর্থ বছরে এ সংখ্যা ছিল ৯০টি এবং তারও আগে অর্থাৎ ২০২১ সালে ছিল মাত্র ২৭টি।

‘দ্য ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ’ সূত্রে ২০ আগস্ট এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, বন্দুক সহিংসতা এবং আগ্নেয়াস্ত্রের গুলিতে হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় বন্দুক নিয়ন্ত্রণ আইনের দাবিতে সোচ্চার আমেরিকানরা। কিন্তু অস্ত্র ব্যবসায়ীরা রিপাবলিকান সিনেটর-কংগ্রেসম্যানদেরকে বিপুল অঙ্কের চাঁদা প্রদান করায় কংগ্রেসে বিল পাশ করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় বিব্রত প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ, বাইডেনের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ আইন। এজন্যে বিকল্প হিসেবে বাইডেন অস্ত্র বিক্রেতাদের জন্যে কিছু শর্তারোপ করেছেন। সে সব শর্ত যারা লঙ্ঘন করছে তাদের লাইসেন্স বাতিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও উল্লেখ্য, এর আগে বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের আমলে বার্ষিক সর্বোচ্চ ৮১টি করে লাইসেন্স বাতিলের ঘটনা ঘটেছে। বাইডেনের জারিকৃত নির্বাহী আদেশ অনুযায়ী অস্ত্র ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড চেক করার দায়িত্ব হচ্ছে ডিলারের। এছাড়া, অস্ত্র ক্রেতার আচরণ যদি উগ্র হয় কিংবা মানসিক ভারসাম্যহীন বলে ডিলার পরবর্তীতে জানতে পারেন, তাহলে স্বল্পতম সময়ে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

কিন্তু ডিলারের অধিকাংশই তা করেননি জানার পর সংশ্লিষ্টদের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হচ্ছে। বাইডেনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতোমধ্যেই ডিলাররা সুপ্রিম কোর্টে গেছেন বলে জানা গেছে।

আরও জানা গেছে, বিদ্যমান রীতি যথাযথভাবে ডিলাররা মেনে চলছেন কিনা তা দেখার জন্যে এটিএফ’র জনবল রয়েছে মাত্র ৮০০ জন। অপরদিকে, সারা আমেরিকায় ডিলারের সংখ্যা ৫০ হাজার। এরফলে পরিদর্শনের ব্যাপারটি প্রহসনে পরিণত হয়েছে।

উল্লেখ্য, ১ আগস্ট পর্যন্ত বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২৫ হাজার ১৯৮ জনের মৃত্যু হয়েছে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ সূত্র অনুযায়ী দৈনিক মৃত্যুর হার ১১৮। বন্দুকের গুলিতে মৃত্যুবরণকারীর মধ্যে ৮৭৯ জন তরুণ-তরুণী এবং শিশু ছিল ১৭০ জন। নিহতদের অধিকাংশই অর্থাৎ ১৪ হাজার জন নিজ অথবা পরিবারের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে। এভাবে দৈনিক আত্মহত্যার গড় সংখ্যা হচ্ছে ৬৬।

বিডিপ্রতিদিন

Related Articles

Leave a Reply

Back to top button