sliderআইন আদালত

বনানীর ধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল করলো পুলিশ

বনানীর ধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এতে মোট পাঁচজনকে আসামী করা হয়েছে। আসামী করা হলেন সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ ও সাফাতের গাড়িচালক এবং দেহরক্ষী। এদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। যদিও আসামীরা তাদের প্রতি আনা অভিযোগ অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার পাঁচ আসামীই বর্তমানে পুলিশের হেফাজতে আছেন।
এর আগে, মে মাসের শুরুর দিকে ধর্ষণের শিকার দুই নারী তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরপর সারা দেশে তোলপাড় পড়ে যায়।
ধর্ষণ ও নির্যাতনের ঘটনাটি ঘটে বনানির রেইন ট্রি হোটেলে। মার্চ মাসের শেষ দিকে জন্মদিনের পার্টির কথা বলে দাওয়াত দিয়ে নিয়ে ওই দুই নারীর প্রতি অত্যাচার করা হয়। আসামীরা মামলার বাদিদের সঙ্গে শারীরীক সম্পর্ক শিকার করেছেন। কিন্তু ধর্ষণ বা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button