sliderরাজনীতিশিরোনাম

বনানীর দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে যা বললেন ড. কামাল

রাজধানীর অভিজাত এলাকা বনানীর ১৭ নম্বর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার পরিদর্শনে গিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার (২৯ মার্চ) সকালে তিনি এ পরিদর্শনে যান।
এসময় ড. কামাল হোসেন রাজধানীর বহুতল ভবনগুলোতে বিল্ডিং কোড মানা হয়েছে কিনা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডের সময় দ্রুত বের হয়ে আসার ব্যবস্থা আছে কিনা তা নির্ধারণে একটি কমিশন গঠনের পরামর্শ দেন।
এর আগে বনানীতে আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন ফায়ার সার্ভিসের একটি টিম। তারা পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের প্রতি তলায় তল্লাশি চালিয়ে দেখবে কেউ এখনও আটকে আছে কিনা, বা আর কোনো মৃতদেহ পাওয়া যায় কিনা।
এই ভবনের তিনটি লিফট আছে, বন্ধ থাকলে ভেঙে দেখা হবে ভেতরে কেউ আছে কিনা। এরপরই নিহতের সংখ্যা জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ ঘটনায় এখনও পর্যন্ত আগুনে ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।
আগুনের ঘটনায় বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন কমপক্ষে ৭০ জন। উদ্ধার কার্যক্রম এখনও চলছে। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬ সদস্যের এবং দূর্যোগ মন্ত্রণালয় ৯ সদস্যের কমিটি গঠন করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button