slider
বদলগাছীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মো:শাকিল হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে চলাচলে অক্ষম ১০ জন প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে নওগাঁ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহম্মেদ, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার রজত গোস্বামী প্রমূখ।