sliderস্থানীয়

বদলগাছীতে তিন বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার ১

মো:শাকিল হোসেন, বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে মানিক(৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৯শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০মিনিটে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে দুধকুড়ি গ্রামে অভিযুক্তের বাড়িতে এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত মানিক(৩৬) বদলগাছীর বিলাসবাড়ী ইউপির মৃত মজিবরের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা মা ঢাকায় চাকরির সুবাদে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে দুধকুড়ি গ্রামে নানীর বাড়িতে বসবাস করতেন শিশুটি। একই গ্রামের পাশের বাড়িতে মানিকের মেয়ে আয়াতের সাথে খেলাধুলা করার জন্য গেলে আয়াতের বাবা অভিযুক্ত মানিক(৩৬) সুযোগ বুঝে শিশুকে ধর্ষণ করে। ঘটনার পরদিন ২০শে অক্টোবর সকালে শিশুটি প্রসাব করতে সমস‍্যা হলে বিষয়টি জানা জানি হয়। শিশুর নানী বাদী হয়ে ২১ অক্টোবর রোজ শনিবার রাতে থানায় একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করে এবং এ ঘটনায় রাতেই অভিযুক্ত মানিক(৩৬) কে গ্রেফতার করে থানা পুলিশ।
শিশুটির নানী(বাদী) বলেন, ঘটনার দিন আমি দুপুর ২ টার সময় শিশুকে গোসল করানোর জন্য নিয়ে গেলে শিশুটি আমাকে বলে আয়াতের বাড়িতে আয়াতের বাবা আমাকে এসব করে। আমি তখন গ্রামের মাতবর কে বিষয়টি জানালে পরিবার এবং গ্রামবাসী আমাকে থানায় মামলার পরামর্শ দেয়। এবং আমি বাদী হয়ে থানায় শিশু ধর্ষণ মামলা করি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং আজ রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামী মানিক(৩৬)কে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button